ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নয়, অন্য কারণে বন্ধুকে খুন!

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নয়, অন্য কারণে বন্ধুকে খুন!

চাঁদপুর সদরে এক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক বন্ধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে প্রচার হলেও মূলত ঘটেছে অন্য কারণে।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মেহেদীকে (১৬) চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে (২০) এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের বাবা ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, মেহেদী-বরকত পরস্পর বন্ধু। কয়েক দিন আগে আমার ছেলে বরকতের বেল্ট নেয় এবং এর পরিবর্তে তাকে দুটি বেল্ট দিতে চায়। কিন্তু বরকত তা মেনে নেয়নি। সে তার আগের বেল্ট ফেরত চায়। বেল্ট না দেওয়ায় বরকত আমার ছেলেকে সোমবার বিকেলে নদীর পাড়ে নিয়ে বেদম মারধর করে। সন্ধ্যার দিকে আমার ছেলে বাড়ির কাছের দোকানে নাস্তা করার সময় বরকত তাকে ডেকে নিয়ে যায় ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা রোবরাত রাতের। ওই সময় মেহেদী ও বরকত তাদের গ্রামে ডাব চুরি করতে যায়। এ সময় বরকত প্যান্টের বেল্ট খুলে নিচে রেখে গাছে উঠে। মেহেদী তা লুকিয়ে রাখে। গাছ থেকে নেমে বেল্ট না পেয়ে বরকত মেহেদীকে অনেকবার তা ফেরত দিতে অনুরোধ জানান। বেল্ট না দেওয়ায় সোমবার সন্ধ্যায় মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

পুলিশ সুপার (অতিরিক্ত) সুদীপ্ত রায় বলেন, ডাব চুরির ঘটনায় বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বরকত রোবরাব রাতে ডাব চুরি করার সময় তার বেল্ট মেহেদী লুকিয়ে রাখে। সোমবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করে বরকত। বরকতকে ছুরিসহ আটক করা হয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন