ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেড় হাজার শ্রমিক নিয়ে মালিকের মেয়ের গায়ে হলুদ

মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শ্রমিকদের নিয়ে পালন করলেন বাবা। পোশাক কারখানার মালিক এসএম আবু তৈয়বের মেয়ের হলুদের অনুষ্ঠানের মূল আয়োজনই ছিল তার কারখানার দেড় হাজার শ্রমিকের জন্য।

বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয়ার প্রথাগত নিয়ম থেকে বেরিয়ে এসে অনন্য এক নজির স্থাপন করেছেন আবু তৈয়ব। চট্টগ্রামের পোশাক কারখানা ইনডিপেনডেন্ট অ্যাপারেলসের মালিক তৈয়ব মনে করেন এতে করে মালিক-শ্রমিক সম্পর্ক আরও নিবিড় হবে।

যাদের শ্রমে সচল থাকে কারখানা, সেই কর্মচারিদের নিয়ে নিজের একমাত্র মেয়ে শাইকা তাফান্নুম প্রীতির গায়ে হলুদের ব্যতিক্রমী এই আয়োজন জমিয়ে তুলতে চেষ্টার কোন কমতি করেননি আবু তৈয়ব। গায়ে হলুদের সমস্ত অয়োজন জাকজমকপূর্ণ করার পাশাপাশি শ্রমিকদের দিয়েছেন নতুন পোশাক।

পুরো হলুদের অনুষ্ঠান সাজানো হয়েছিল লোকগানের সুরে, নাচে, মডেলিং এ। নাচে গানে মেতে উঠেছিল সকলেই। কী আয়োজনে কী উদযাপনে, কমতি ছিল না কোথাওই! অনুষ্ঠান দেখে বোঝার উপায়ই ছিল না মালিক শ্রমিকের সৌহার্দ্যের কোন অনুষ্ঠান এটা।

পেশাগত দায়িত্ব থেকে বেরিয়ে এসে মালিক-শ্রমিক সম্পর্কের বাইরেও যে মালিক শ্রমিকরা একটা পরিবার এই বিষয়টিই প্রতিভাত হয়েছে আবু তৈয়বের এই ব্যতিক্রমী আয়োজনে। মালিক-শ্রমিকের এই সৌহার্দ্য সবার জন্য উদাহরণ হোক এমন চাওয়া ছিল অতিথিদের।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন