ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁয়ে বাসচাপায় এক পরিবারে ৩ মৃত্যু

ঠাকুরগাঁয়ে বাসচাপায় এক পরিবারে ৩ মৃত্যু

ঠাকুরগাঁও ডেবাডাঙ্গী নামের স্থানে ঢাকাগামী কোচ ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন মারা গেছেন।

রোববার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার হরিহরপুর গ্রামের মাসুদ (৫০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৭)এবং মেয়ে মেহেরুন (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে বাড়ি থেকে ভেলাজান মাদরাসার উদ্দেশে মেয়েকে রাখতে মোটরসাইকেল যোগে বের হন। পথিমধ্যে বালিয়াডাঙ্গী সড়কের ডেবাডাঙ্গী নামের স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কোচের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মনোয়ারা বেগম মারা যান।

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্বামী ও মেয়েকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন