ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণের কিছুদিন পরই রাস্তার বেহাল দশা

শরীয়তপুরের প্রায় ৫ দশমিক ৪৯০ কিলোমিটার শরীয়তপুর-ভেদরগঞ্জ-কাশিমপুর পাকা রাস্তা নির্মাণের জন্য শেখ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু নির্মাণের কিছুদিন পরই রাস্তার অবস্থা বেহাল দশায় পরিণত হয়। কাজটি সম্পন্ন করতে মোট ব্যয় ধরা হয় ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ৯৭৪ টাকা।

হাতের খোঁচাতেই সড়কটির পিচঢালাই উঠে যাচ্ছে। এ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এ ঠিকাদারী প্রতিষ্ঠানের। তবে কার্পেটিং উঠে যাওয়া স্থানে নতুন করে কাজ শুরু করে দিয়েছে তারা। কিন্তু সন্তুষ্ট না হয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।

স্থানীয়রা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তাড়াহুড়ো করে রাস্তার কাজ শেষ করে দেয়ায় রাস্তাটির পিচঢালা ফেটে চৌচির হয়ে গেছে। যে পরিমান গুরুত্ব দেয়ার কথা তা দেয়নি। তাই সরকারের পুরো টাকাই ভেস্তে গেছে।

ভেদেরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, এ রাস্তায় কার্পেটিংয়ের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম ৪০ মিলি। আর অনুমোদন দেয়া হয়েছে ২৫ মিলি। কার্পেটিংয়ের থিকনেস কম থাকায় গাড়ির চাকার ঘর্ষণে রাস্তার কার্পেটিং উঠে গেছে। আমরা বিষয়টি দেখার পর ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুতসম্ভব মেরামত করে নিয়েছি।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন