ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পত্রিকার নারী পাতায় সংবাদ উপস্থাপনে ইতিবাচক পদক্ষেপ জরুরী

লিঙ্গ বলতে আমরা সাধারণত নারী-পুরুষের জৈবিক পরিচয়কে বুঝলেও আপেক্ষিকভাবে নারী ও পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। মূলত লিঙ্গ বলতে নারী পুরুষের কাঙ্খিত আচরন যা পরিবার,সমাজ ও সংস্কৃতি থেকে বিকশিত হয়। জেন্ডার সংবেদনশীল বলতে নারী -পুরুষ কিংবা বিশেষ লিঙ্গের প্রতি সমাজের বিদ্যমান বৈষম্য হ্রাস পাওয়া। নারী ও পুরুষের সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলেই জেন্ডার বৈষম্যের পরিসমাপ্তি  অনেকটা দূর করা যাবে। এছাড়া সামজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউজসমূহের ইতিবাচক পদক্ষেপেরই মাধ্যমে জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব। আর জেন্ডার সংবেদনশীল হতে সরকারি ও বসেরকারি পৃষ্ঠপোষকতায় সমন্বতিভাবে ইতিবাচক পদক্ষেপ জরুরী।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) ‘ দৈনিক পত্রিকার নারী পাতা বিষয়ক কর্মশালায়’ আলোচকরা এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কর্মশালাটি পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালার মডারেটর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সাথে সামজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউজসমূহের ইতিবাচক পদক্ষেপেরই মাধ্যমে জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব। এসময় তিনি পত্রিকায় নারীপাতায় নারীবান্ধব ও অন্যান বিষয়ের উপর আলোকপাত করেন। তাছাড়া জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করার পাশাপাশি দেশের বন্দীশালায় নারীদের দুর্দশার কথা উল্লেখ করেন।

তিনি সমাজে প্রতিবন্ধী- বিশেষ করে দৃষ্টি,বুদ্ধি,শ্রবণ ও বাক প্রতিবন্ধীসহ অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলেন। নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বসহকারে নিতে বলেন। পিআইবি’র মহাপরিচালক বলেন, অধিকাংশ কর্মক্ষেত্রে নারীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করা হয়না। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের কথা পূর্নঃব্যক্ত কওে রোবট ব্যবহার করে বর্তমানে সংবাদ পড়া অন্যান কাজের কথা উল্লেখ করে ভবিষ্যতে গৃহস্থালি কাজ-কর্মে রোবটের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

কর্মশালায় ৩৫ জন অংশগ্রহণ করেন,যেখানে সংবাদকর্মী,গবেষক ও নারী বিশেষজ্ঞসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। পিআইবির প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক পারভীন সুলতান রাব্বীর সমন্বয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন