ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রল পাম্পে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

পেট্রল পাম্পে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

নাটোরের সিংড়ায় একটি পেট্রল পাম্পে আগুনের ঘটনায় ৬ হাজার লিটার পেট্রল পুড়ে গেছে বলে জানা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পেট্রল পাম্প মালিক। বুধবার রাত ১০টার দিকে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় পেট্রল পাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পেট্রল পাম্পের মালিক দাউদার মাহমুদ জানান, বুধবার রাতে পাম্পের পেছনের দিকে একটি মজুদ তেল ট্যাংকে আগুন লাগে। এতে ট্যাংকের মজুদ তেল সম্পূর্ণ পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে  সিগারেটের আগুন থেকে ওই পাইপে আগুন লেগে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে। এসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। কাল ট্যাংকিতে ছয় হাজার লিটার পেট্রল দেওয়া হয়। যার মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। আগুনে সব মিলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের তেমন কিছু করতে হয়নি। কি ভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন