- সংবাদ সম্মেলনে অভিযোগ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার ধুনট উপজেলা সেচ কমিটি থেকে অবৈধভাবে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের অনুমোদনের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন উপজেলার ছাতিয়ানী গ্রামের কৃষক সুলতান খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন প্রান্তিক কৃষক। ২০২০ সাল থেকে বিএডিসি’র উপজেলা সেচ কমিটি কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত হয়ে বিদ্যুতচালিত সেচযন্ত্র পরিচালনা করে আসছি। তবে, সম্প্রতি ছাতিয়ানী গ্রামের মোজাহার আলীর ছেলে মাহমুদ আলম মুন্সী আমার সেচ কমান্ডিং এরিয়ার মধ্যে নতুন সেচযন্ত্র বসানোর পায়তারা করছে।
আইন অনুযায়ী সরকার অনুমোদিত সেচযন্ত্র থেকে ৮০০ মিটারের মধ্যে নতুন কোন সেচযন্ত্র বসানোর সুযোগ নেই। কিন্তু মাহমুদ আলম মুন্সী দালালের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূল বুঝিয়ে আমার সেচযন্ত্র থেকে ২০০ ফুট দুরত্বে নতুন সেচযন্ত্র অনুমোদনের জন্য আবেদন করছেন।
ইতিমধ্যেই সেখানে সেচযন্ত্র বসানোর জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে এবং পানি গড়ানোর জন্য ড্রেন তৈরী করা হয়েছে। সেখানে অবৈধভাবে নতুন করে সেচযন্ত্র স্থাপন করলে আমার সেচ এলাকায় চাষাবাদ চরম ঝুকিতে পড়বে। এমতাবস্থায় সরেজমিন তদন্ত করে আমার সেচযন্ত্র এলাকার মধ্যে নতুন করে সেচযন্ত্রের অনুমোদন না দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মাহমুদ আলম মুন্সী বলেন, আমি আমার নিজের আবাদি জমিতে সেচ দেওয়ার জন্য একটা বিদ্যুৎচালিত সেচযন্ত্রের জন্য আবেদন করেছি। কারো কোন ক্ষতি করার ইচ্ছা আমার নেই।