বান্দরবানে থানচি ও আলীকদম উপজেলায় এখন থেকে পর্যটক ভ্রমণে বাধা নেই। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, এই দুই উপজেলায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে রবিবার (২০ নভেম্বর) পর্যন্ত ভ্রমণ করা যাবে না। এ নিয়ে সপ্তমবারের মতো রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো।
গণবিজ্ঞপ্তি বলছে, রোয়াংছড়ি ও রুমাতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেজন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটকদ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই চার উপজেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার পর ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আলীকদমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
১৩ নভেম্বর থেকে বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত এই তিন উপজেলায় আবারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আজ থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে আরও চার দিন রোয়াংছড়ি ও রুমাতে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি ও রুমাকে পর্যটকদের ভ্রমণে নতুন করে আবারেও চার দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে থানচিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।’
আনন্দবাজার/কআ