ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং, বলছে র‍্যাব

ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং, বলছে র‍্যাব

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার নেপথ্যে শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং কাজ করেছে বলে দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রায়হানসহ একাধিক ব্যক্তিকে নজরদারিতে রেখেছে র‍্যাব। তাদের যেকোনও সময় গ্রেফতার করা হবে বলেও জানানো হয়।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার ফারদিন হত্যার এসব চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে বলে র‍্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য র‍্যাব মাঠে রয়েছে।

তবে, এ হত্যাকান্ডে মাদক কিংবা নারীঘটিত কোনও কিছুর সম্পৃক্ততা পায়নি র‍্যাব। তারা বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফারদিনকে ঘিরে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়। চনপাড়া কীভাবে গেলো জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা বলেন, চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। আর ফারদিন বস্তির ভিতরে যায়নি।

র‍্যাব ধারণা করছে, মেইন রোড থেকেই তাকে ঘিরে রেখে ভিতরে নেওয়া হয়েছে। এরপর পিটিয়ে মারা হয়েছে। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কিছুদিন ধরে ফারদিন হত্যা মামলার ছায়া তদন্ত করছি। এবিষয়ে বেশ অগ্রগতি আছে। শিগগিরই জানানো হবে বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন