ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

হজ নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

ইমিগ্রেশন চুক্তির ফলে হাজিদের অনেক কষ্ট লাঘব হবে বলে সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন। তিনি বলেন, আগে হাজিদের সৌদি আরবে গিয়ে হয়রানির শিকার হতে হতো। ৭ থেকে ৮ ঘণ্টা সময় বিমানবন্দরে বসে থাকতে হতো। এখন রোড টু মক্কা চুক্তির কারণে তা দূর হলো।

কেননা হাজিদের যাবতীয় কাজ-কর্ম বাংলাদেশ থেকে করে দেয়া হবে। তাতে তাদের সময় নষ্ট হবে না। আগে যেখানে হয়রানির শিকার হতে হতো এখন তা হবে না। কেননা সেখানে গিয়ে কোন বাসে উঠবেন তা নিয়ে মহাসমস্যায় থাকতেন। স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রসেসিং ইত্যাদি হয়রানির শিকার হতে হতো।

ড. মোমেন বলেন, বর্তমান চুক্তির ফলে সবকিছু ঢাকা থেকে করে দেয়া হবে। তারা নিজ নিজ স্থানে চলে যাবেন বাসে। আমরা খুব ভাগ্যবান, আল্লাহ মেহেরবান। আমরা চুক্তিটি করতে পেরেছি। এটি কোভিড-১৯ এর সময় আমরা শুরু করেছিলাম। তখন অনেকেই কাজ-কর্মে আসতেন তখন আমরা ঢাকাতেই শুরু করেছিলাম। দায়িত্ব নিয়েছিলাম। এখন পুরোপুরি চুক্তি হলো। এজন্য সৌদি সরকার, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে হাজিরা এই চুক্তির সুফল পাবেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন