নৌপথেও হজের সুযোগ আসছে
–মো. মতিউল ইসলাম, অতিরিক্ত সচিব, ধর্ম মন্ত্রণালয়
ইমিগ্রেশন বাংলাদেশে হওয়াতে হাজিরা দুটি সুবিধা পাবেন। আগে যেখানে সৌদি আরবের বিমানবন্দরে সময় নিয়ে লাগেজ পরীক্ষা করা হতো এখন সেটি হবে বাংলাদেশেই হবে। এতে অনেক সময় বেঁচে গেল। দ্বিতীয়ত তাদের লাগেজগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তারা গাড়িতে তুলে দিবে। তাতে কষ্ট কমে যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম।
অতিরিক্ত সচিব দৈনিক আনন্দবাজারকে বলেন, ২০১৯ সাল থেকে বাংলাদেশে হাজিদের ইমিগ্রেশন করতে কাজ শুরু হয়। তখন একটি খসড়া তৈরি করা হয়েছিল। গত ১৩ নভেম্বের বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। সেখানে হাজিদের স্বাস্থ্যগত পরীক্ষাসহ বেশ কিছু সুবিধা পাবে।
আগে নৌপথে হজে যাওয়ার একটি সুযোগ ছিল। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এজন্য হিজবুল বাহার নামে একটি জাহাজও কিনেছিলেন এখন সেটির কোনো সন্ধান নেই কেন? এ প্রশ্নের জবাবে মতিউল ইসলাম বলেন, নৌপথে হজে এখন বেশি একটা যায় না। অবশ্য নৌপথে যাওয়ার একটি সুযোগ আছে। সেটিকে সামনে রেখে আমরা চট্টগ্রাম হজ ক্যাম্পের অবকাঠামো উন্নয়নে একটি প্রস্তাব দিয়েছি। তার আলোকে স্থাপত্য বিভাগ ও গণপূর্ত বিভাগ কাজ করছে। মন্ত্রণালয়ও রাজি আছে এটির উন্নয়ন কাজ শেষ হলে আমরা নৌপথে হজে পাঠানোর একটি ব্যবস্থা করতে পারবো। আর বাংলাদেশে ইমিগ্রেশন হওয়াতে নতুন একটি দিক উন্মোচন হলো।
আনন্দবাজার/শহক