ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-জাপান ফ্লাইট উড়বে এ মাসেই

ঢাকা-জাপান ফ্লাইট উড়বে এ মাসেই

চলতি নভেম্বর মাসেই ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। এ বিষয়ে নেওয়া হচ্ছে নানান প্রস্তুতি।

জাহিদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট শুরু হবে। তবে এর সম্ভাব্য তারিখ আগামী ২৯ নভেম্বর। ঢাকা থেকে সরাসরি আকাশপথে নারিতা যেতে সময় লাগে প্রায় সাড়ে ১০ ঘণ্টা। ২ ডিসেম্বর যাত্রী নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবকিছু ঠিক থাকলে এদিন যাত্রীদের নিয়ে জাপানের নারিতার উদ্দেশে উড়াল দেবে বিমানের প্রথম একটি বাণিজ্যিক ফ্লাইট। নারিতায় ফ্লাইট চালুর ক্ষেত্রে জাপান সরকারের অনুমোদন পেয়েছে বিমান।

করোনাভাইরাসের কারণে এতদিন জাপানে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য জাপানকে উন্মুক্ত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই দেশটিতে বিমানের পরিষেবা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যাচ্ছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন