অর্থ চুরি গেল খোদ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায়। অর্থমন্ত্রীর বাসা থেকে চুরি হয়ে গেছে নগদ ৭০ হাজার টাকা। চুরির অভিযোগে গৃহকর্মী সালমা বেগমকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
অর্থমন্ত্রীর গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে গৃহকর্মী সালমা বেগম পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে গুলশানের ওই বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সবসময় বাসায় থাকতেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান তিনি। পরে ওইদিন বেলা ১১টার দিকে গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন অর্থমন্ত্রীর স্ত্রী কাশমিরি কামাল। কিন্তু তখন থেকে সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল বন্ধ থাকায় এখনও তার অবস্থান শনাক্ত করা যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস