ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ ওষুধ মজুত ও বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

অবৈধ ওষুধ মজুত ও বিক্রি ৬ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

ঢাকার বংশাল ও হাতিরপুল এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রয় করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৭ নভেম্বর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি অভিযান চালানো হয়। রাজধানী ঢাকার বংশাল ও হাতিরপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সততা মেডিসিন কর্নারকে নগদ ১০ লাখ ও জুপিটার হেলথ কেয়ারকে নগদ ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সজিব ড্রাগ হাউজকে নগদ ১ লাখ টাকা, রহিম ড্রাগ হাউজকে নগদ ১০ হাজার টাকা, তৃরত্ন মেডিসিন কর্নারকে নগদ ১ লাখ টাকা, রহিম এন্টারপ্রাইজকে নগদ ১০ হাজার টাকা।

৬টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে এ মোট ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন