ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার মা‌র্কিন দূতাবাসের ‘সুপার ফ্রাইডে’

ঢাকার মা‌র্কিন দূতাবাসের ‘সুপার ফ্রাইডে’

দুই শতা‌ধিক অ‌ভিবাসী‌কে ভিসা সেবা দি‌তে চল‌তি সপ্তাহের শেষ পর্যন্ত ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। সোমবার (৭ ন‌ভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে মা‌র্কিন দূতাবাস।

করোনা মহামারির পর সব কনস্যুলার পরিষেবা পুনরায় চালু হওয়ায় দূতাবাস সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমানোর জন্য বিশেষ প্রচেষ্টা হিসেবে চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০শর বেশি অভিবাসী ভিসা আবেদনকারীকে সেবা দিতে প্রস্তুথ দূতাবাস।

এর আগে ক‌রোনা মহামা‌রির পর চল‌তি বছ‌রের জুলাই মা‌সের মাঝামা‌ঝি‌তে ভিসা দেওয়ার প্রক্রিয়া ত্বরা‌ন্বিত কর‌তে শুক্রবার দূতাবাসে ‘সুপার ফ্রাইডে’ নামে বিশেষ এক কর্মদিবসের আয়োজন করা হয়। সে সময় অনভিবাসীর প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। একই মা‌সের শে‌ষের দি‌কে আরেক‌টি সুপার ফ্রাইডে আয়োজন ক‌রে দূতাবাস।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন