টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফটের জন্য খুঁড়ে রাখা গর্তে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে শুক্রবার (৪ নভেম্বর) তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা দুই শিশু খেলার সময় গর্তের পানিতে পড়ে ডুবে যায়। লিফটের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় মৃত দুই শিশু হল উপজেলার গোড়াই সোহাগপুর এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও পাশের বাড়ির ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)।
‘নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ পাওয় যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ বলে জানান মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।
টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার ওই দুই শিশু দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। সন্ধ্যার এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর লাশ উদ্ধার করে।
আনন্দবাজার/কআ