গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন লাইনের কাজের জন্য আগামী ৬ নভেম্বর হতে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে।
তিতাস গ্যাস কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৫ নভেম্বর) এ বিষয়ে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল কর্তৃক আগামী ৬ নভেম্বর রবিবার হতে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইন-এ ইন্টিলিজেন্ট পিগিং (স্বয়ংক্রিয় পদ্ধতিতে পাইপ লাইনের ময়লা পরিষ্কার করা) কাজ করা হবে।
তিতাস গ্যাসের অধীভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকায় এ কাজের সময়ে বিশেষ করে জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে অথবা স্বল্পচাপ বিরাজ করতে পারে।
আনন্দবাজার/কআ