ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বছরের একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮৩ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৩ অক্টোবর এক দিনে আটজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৯৮। ঢাকার বাইরে ৩৮৪ রোগী ভর্তি হয়েছেন। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

গতকাল ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল। একই সময় ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৯৮৩। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন।

২০২২সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত ঢাকায় ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৬৩ জন। গত অক্টোবরে এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়। গত মাসে মৃত্যু হয় ৮৬ জনের, আক্রান্ত হন ২১ হাজার ৯৩২ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন