মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর ১৫ নভেম্বর থেকে

ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর ১৫ নভেম্বর থেকে

ব্যাংক লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। একই সাথে ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার ব্যাংক এই নিয়মে খোলা থাকবে।

গত সোমবার (৩১ অক্টোবর) সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা। বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজীপুরে ক্যানসার চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি

সংবাদটি শেয়ার করুন