ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৫ মৃত্যু, নতুন ভর্তি ৮৭৩

ডেঙ্গুতে ৫ মৃত্যু, নতুন ভর্তি ৮৭৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে, একই সময় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৭৩ জন।

সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

আক্রান্তদের মধ্যে ৫৪৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে রয়েছেন ৩২৮ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১৪১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে আছে ২ হাজার ৩০৯ জন, আর বাকি ১ হাজার ২৭৫ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হন। একইসময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ২৯৯ জন, যার মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬২৩ জন, আর অন্যান্য বিভাগের ১০ হাজার ৬৭৬ জন সুস্থ হয়েছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন