সহকারী পরিচালক (সাধারণ) পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্বে পরীক্ষার বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলসহ এক মাসের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এ পরীক্ষা অনিশ্চয়তায় পড়ে। তবে মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বাংলাদেশ ব্যাংক বলছে, এর ফলে পূর্বনির্ধারিত দিনেই হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ মঙ্গলবার সকালে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন। ফলে ২৮ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ক্ষেত্রে আর কোনও আইনগত বাধা নেই। মোট ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট আগামী ২৮ অক্টোবর ( শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি টেস্টের সময়সূচি, পরীক্ষার কেন্দ্র এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আনন্দবাজার/কআ




