ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় তাণ্ডবের রাত: এক স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ শিশুর জন্ম

ঘূর্ণিঝড় তাণ্ডবের রাত এক স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ শিশুর জন্ম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবের রাতে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশু জন্ম নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, সোমবার (২৪ অক্টোবর) ঝড়ের রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারের মধ্যে সাত প্রসূতি মাকে নিয়ে স্বজনরা হাসপাতালে হাজির হন।

এ সময় বিদ্যুৎ না থাকায় অন্য নার্সদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসব করানো হয়। সাত শিশুই সুস্থ আছে।

প্রসূতি মায়েরা হলেন, সিগনাল টাওয়ার এলাকার জাকির হাওলাদারের স্ত্রী মনিরা (৩৩), মাকোরঢোন এলাকার বাসিন্দা সোহাগ সরদারের স্ত্রী মুক্তা (১৯), আরাজী মাকোরঢোন এলাকার মেহেদী হাসানের স্ত্রী বনানী (১৯), বাঁশতলা এলাকার মাছুমের স্ত্রী নাঈমা (২০), নারকেলতলা এলাকার মজিবর হাওলাদারের স্ত্রী রাজিয়া (৩০), মালগাজী এলাকার মানিক শেখে স্ত্রী মিলা (২৬) ও ভাসানী সড়কের আবুল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৪২)। তারা সবাই সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক শাহীনসহ পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন