অফিসে নারীবান্ধব পরিবেশ তৈরিতে পদক্ষেপ নেয়ার জন্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম (আরজেএসসি)কে সংবর্ধনা দিয়েছে উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)।
সম্প্রতি আরজেএসসির রেজিস্ট্রার শেখ শোয়েবুল আলম এনডিসির হাতে ক্রেস্ট তুলে দেন ওয়েন্ড সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।
আরজেএসসি অফিসে আসা সেবা প্রত্যাশী নারী উদ্যোক্তাদের জন্য সেবা গ্রহণ সহজ করার জন্য আরজেএসসি তাদের অফিসে নারীদের আলাদা বসার জায়গা, ওয়াশরুম ও সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়াও আরজেএসসি নিবন্ধন প্রক্রিয়াকে উন্নত করতে এবং নারী উদ্যোক্তাদের ও নারী ব্যবসা সংগঠনের চাহিদা পূরণের জন্য সক্রিয়ভাবে কিছু পদক্ষেপ নিয়েছে। ওয়েন্ড আরজেএসসির এসব উদ্যোগের স্বীকৃতি জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করে।
ড. নাদিয়া বিনতে আমিন বলেন, এসব সুবিধা আরজেএসসিকে আরো নারীবান্ধব করেছে এবং এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের জন্য একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। এর ফলে নারীরা আরো সহজে কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখার সুযোগ পাবে।
আনন্দবাজার/কআ