ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক ডাঃ ইকবাল এর জন্মদিন আজ

আজ ২৩ শে অক্টোবর অধ্যাপক ডাঃ ইকবাল হাসান মাহমুদের জন্মদিন। নারায়ণগঞ্জের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

করোনা কালে রোগীদের অতিশয় আন্তরিক চিকিৎসা সেবা দিয়ে তিনি বাংলাদেশের একজন দুধর্ষ করোনা যোদ্ধা হিসেবে সারাদেশে সমাদৃত হয়েছেন।

মানবকতাবাদী এই চিকিৎসক বাংলাদেশ জাতীয় যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশনেরপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ দেশের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে তিনি উপস্থাপক এবং অতিথি হিসাবে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখক।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ডাঃ ইকবাল রয়্যাল কলেজ অব ফিজিসিয়ান্স অব লন্ডন, আয়ারল্যান্ড এবং এডিনবরা থেকে এফ.আর.সি.পি ডিগ্রী অর্জন করেন।

ওয়ার্ল্ড এসোসিয়েশন অব ইন্টিগ্রেটেড মেডিসিন তাকে “হিপোক্রেটিস স্বর্ণপদক” এবং চিকিৎসা বিজ্ঞানে অসমান্য অবদানের স্বীকৃতি স্বরূপ “ডক্টর অব সাইয়েন্স” (D.sc) উপাধিতে ভূষিত করেন।

ডাঃ ইকবাল ১৬টি চিকিৎসা বিষয়ক গ্রন্থের লেখক। বিশ্বের প্রায় ৪০ টি দেশে তিনি ট্রেনিং অর্জন এবং বৈজ্ঞানিক সম্মেলনে প্রবন্ধ পাঠ করেছেন। তিনি নিয়মিত গরিব, দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। ডাঃ ইকবাল বাচশাস পদক, ট্র্যাব এওয়ার্ড,

অতিশ দিপঙ্কর স্বর্ণ পদক, শেরে বাংলা পদক, মাওলানা ভাসানী পদক, ওসমানি পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। ডাঃ ইকবাল বাংলা একাডেমির আজীবন সদস্য।

সংবাদটি শেয়ার করুন