গাজীপুরে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় ঘটে।
এ ঘটনায় দুজনের মৃত্যু হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন নামে আরেকজন। এতে এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাজীপুর থেকে দগ্ধ পাঁচ জন আমাদের এখানে এসেছিলেন। শরীরের ৫০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি হওয়া আইসিইউতে চিকিৎসাধীন আল-আমিন নামে আজ সকালে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগে আরও দুইজনের মৃত্যু হয়েছিলো।
গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আনন্দবাজার/কআ