গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর উদ্যোগে গৃহশ্রমিক র্যালি ও মানববন্ধন কর্মসূচি আগামীকাল ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।
বিশ্ব শোভন কাজ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তায় আইন চাই এবং ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন (নং ১৮৯) দ্রুত অনুসমর্থন করতে হবে- এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিলসের তথ্য কর্মকর্তা মামুন অর রশিদ।
তিনি বলেন, র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে নেটওয়ার্ক অন্তর্ভূক্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জ্ঞাপন করবেন। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনসমূহের মাধ্যমে সংগঠিত গৃহশ্রমিকদের প্রতিনিধি হিসেবে ১০০ জনের অধিক গৃহশ্রমিক কর্মসূচিতে যোগদান করবেন।
আনন্দবাজার/কআ