ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্ত্রী’র বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১ নভেম্বর

তারেক রহমানের স্ত্রী'র বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১ নভেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা হাফসা ঝুমা সোমবার (১৭ অক্টোবর) এ তারিখ ধার্য করেন।

মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে দিন ধার্য করার কথা থাকলেও ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক এ দিন ধার্য করেছেন।

এবছর ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন। রিট খারিজ করে দেওয়া রায়ে হাইকোর্ট একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।

রায় পাওয়ার ১০ দিনের মধ্যে মামলার রেকর্ড ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলা হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন