হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
শনিবার (১৫ অক্টোবর) সকালে মো. আসাদুজ্জামান নুর নামে ওই যাত্রীকে আটক করা হয়। যার থেকে ৮০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ২১ হাজার ৮৮৬ মার্কিন ডলার সমপরিমাণ উদ্ধার করা হয়।
কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সকালে ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় এপিবিএনের সহায়তায় ওই যাত্রীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা নেই। পরে কাস্টমস আগমনী হলে নিয়ে ব্যাগেজ কাউন্টারে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়।
কাস্টমস আইনে আটক ব্যক্তির বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আনন্দবাজার/কআ