বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক ব্যক্তির মরণোত্তর দেহ দান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদের কাছে দেহটি হস্তান্তর করা হয়। পরবর্তীতে মরদেহটি এনাটমি বিভাগে আওতায় দিয়ে দেওয়া হয়।
ঠাকুরগাঁওজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা জামিলা বুপাশা কান্তার (৪৩) স্বেচ্ছায় এ মরদেহ দান করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আনজুমান বানু, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম (অবসরপ্রাপ্ত), অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (অবসরপ্রাপ্ত), এনাটমি বিভাগের সকল শিক্ষক, কর্মচারী এবং রেসিডেন্টবৃন্দ।
মৃত জামিলা বুপাশা কান্তার ছোট বোন শাকিলা বুপাশা মরদেহটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ এবং গবেষণার কাজে ব্যবহারের জন্য অনুমতিপত্র চেয়ারম্যানের কাছে দেন। উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের অনুমতি এবং উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়াটি এনাটমি বিভাগের প্ল্যাস্টিনেশন ল্যাবরেটরিতে সম্পন্ন করা হয়।
পরে মরদেহের এমবাম্বিং প্রক্রিয়ার শুরুতে এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুম বানুর পরিচালনায় এবং এনাটমি বিভাগের সকল শিক্ষক, কর্মচারী ও রেসিডেন্টদের অংশগ্রহণে মরদেহের যথোচিত সম্মান ও পবিত্রতা রক্ষার জন্য শপথগ্রহণ করা হয়।
আনন্দবাজার/কআ