ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্যোগে আতঙ্ক নয়

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত-

‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ অর্থাৎ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’- এ প্রতিপাদ্যে সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এ উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্যোগে আতঙ্ক নয়, সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খুব সহজেই কৌশল অবলম্বন করে দুর্যোগ মোকাবেলা করা যায়।’ আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

নরসিংদী প্রতিনিধি : দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা-এ প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার ও অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ও ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নুরুল ইসলাম। আলোচনা সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের উদ্যোগে ঈদগাহ মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহনে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার ও বাসা-বাড়ী এবং প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপনের নানা পদ্ধতি নিয়ে মহড়া প্রদর্শিত হয়।

জয়পুরহাট প্রতিনিধি : দিবসটি উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জয়পুরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর মোসফেকুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। এর আগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১০অক্টোবর শহরের জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকা- প্রতিরোধ বিষয়ক ফায়ার ব্রিগেড ও দমকল কর্মীদের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল-আমিন, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ে সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নানের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। দিবসটি উপলক্ষে পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল পরিষদ চত্বরে বিভিন্নভাবে অগ্নিকান্ড নির্বাপন ও অগ্নিকান্ডে আটকাপড়া ব্যক্তিদের উদ্ধারের কলা কৌশলের মহড়া প্রদর্শন করে।

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী ইউনিট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও সুমন দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাম্মদ আলী শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ত্রিশালে র‌্যালি ভূমিকম্প ও অগ্নিকা-ে সচেতনামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে। র‌্যালি শেষে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় ভূমিকম্পে ও অগ্নিকা-ে সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত। মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।
নাটোর প্রতিনিধি : দিবসটি উপলক্ষে নাটোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। কৃত্রিম উপায়ে কোনো দুর্যোগ সৃষ্টি করা যাবে না। সবাইকে যার যার জায়গা থেকে খাদ্য উৎপাদন করতে হবে। যে কোনো দুর্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্যোগ মেকাবেলা করা সম্ভব। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে স্টেশনের কর্মীরা বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপনের কসরত প্রদর্শন করেন। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শাহজাদপুর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বীরমুক্তিযোদ্ধা বিনয় পাল, প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন প্রমুখ।

জামালপুর প্রতিনিধি : জামালপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও দূর্যোগ প্রশমন মহড়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহাজামাল (র:) উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্র্রাবস্তী রায়। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সলিমসহ অন্যান্যরা।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেন শোভনের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, খাদ্য নিয়ন্ত্রক আনিসুর রহমান। এ সময় শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দফতর প্রধান ও নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপিতত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুন্নাহার আক্তার, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আরএ শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমীন রুমকি সহ অনেকেই।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ, গাবতলী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার আবু হানিফ, সাব অফিসার মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মেইন গেট থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, উপজেলা ল্যাবরেটরি স্কুল মাঠ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন