ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু ২

মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু ২

চাঁদপুরে মেঘনায় ৭ বন্ধু মিলে একত্রে গোসল করতে নেমে নদীতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকীত আলীম (১৭) ও তালতলা কাজী বাড়ির জাকির হোসেন টিটুর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (১৭)।

চাঁদপুর সদর নৌ-থানার উপ-পরিদর্শক বেলাল জানান, সকাল সাড়ে দশটায় ৭ বন্ধু মিলে একত্রে নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পায় এবং দুইজন তাদের ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মৃতদের আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নদীতে ডোবার খবর পেয়ে আমাদের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে বলে জানান চাঁদপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন