- থামছে না প্রভাবশালীদের দৌরাত্ম্য
- বসতবাড়ি-আবাদি জমি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী
সিরাজগঞ্জ শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের বারই টেপরি গ্রামে বসতবাড়ি ও আবাদি জমি সংলগ্ন করতোয়া নদী খননের নামে বাংলা ড্রেজার দিয়ে বসত বাড়ি ও আবাদী জমি ধংসের উৎসবে মেতে উঠেছে প্রভাবশালীরা।
এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনসহ উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। এতে ক্ষুব্দ এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও সরজমিনে গিয়ে অত্র গ্রামের মোতালেব মন্ডল, আব্দুল কালাম, নুর ইসলাম, উজ্জল প্রাং, আলআমীন সরকারসহ এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অত্র এলাকার বর্তমান ইউপি সদস্য হাফিজুল, সাবেক ঠান্ডুর মেম্বর এবং চাঁদের আলীর নেতৃত্বে একদল প্রভাবশালী অসাধু বালু ব্যবসায়ী কোন কিছুর তোয়াক্কা না করে করতোয়া নদীর নাব্যতা ফেরানোর নামে বারই টেপরি গ্রামের বসত বাড়ি ও আবাদি জমি সংলগ্ন নদীতে অপরিকল্পিতভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু কাটার ফলে বসতবাড়ী ভাঙ্গনসহ অসংখ্য আবাদী জমি হুমকির মধ্যে পড়েছে। এভাবে অপরিকল্পিত ভাবে বালু কাটতে থাকলে যেকোন সময় বসতবাড়ীসহ আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে নদী সংলগ্ন বসতবাড়ির মানুষগুলো।
এলাকাবাসী আরও জানান, আমরা প্রতিবাদ করলে প্রভাবশালী অসাধু বালু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। আবাদি জমি ও বসতবাড়ি রক্ষায় এলাকাবাসীর পক্ষ থেকে হারুনর রশিদ নামে এক ব্যক্তি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে ড্রেজারের উপর যুবলীগ নেতা সাজুকে পাওয়া গেলেও তিনি বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমি এটা দেখাশোনা করছি। অপরদিকে বর্তমান ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুলের কাছে অভিযোগের বিষয়ে জানার জন্য গেলে তিনি প্রতিবেদকের সঙ্গে দেখা না করে সটকে পড়েন। পরবর্তীতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বালু ব্যবসার সঙ্গে জড়িত নই। দুই জন সাবেক ইউপি সদস্য ঠান্ডু এবং চাদের আলীর সঙ্গে বারবার যোগযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।