ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের ইতিহাস ও ঐতিহ্য দেখতে যাচ্ছে ১০০ তরুণ

ভারতের ইতিহাস ও ঐতিহ্য দেখতে যাচ্ছে ১০০ তরুণ

শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞান বিনিময় করে নিজেদের আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ থেকে ১০০ তরুণের দল ভারত যাচ্ছে। যে দলে আছেন সাংবাদিক, ডাক্তার, খেলোয়ার, ইঞ্জিনিয়ার, শিল্পিসহ বৈচিত্রময় সব তারুণ্যের সমারহ।

ভারতীয় হাই কমিশন, মঙ্গলবার ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলে ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ্ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।

ডেলিগেটদের দলটি ২০২২ সালের আগামীকাল ১২ অক্টোবর ভারতে আট দিনের সফরে যাবে। এই সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মিথষ্ক্রিয়া করবেন।

ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এই সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। ভারতীয় রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রতিবছর এ সফর হয়েথাকে। এই বছরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে ৮ম এবং ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের মতো শহরে এই প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এই প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাই কমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করে উদ্বেলিত।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এই বছর বিভিন্ন স্তরের পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই ডেলিগেটদের মাঝে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যান্যরা রয়েছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন