ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী মেলায় শতবর্ষী লাঠি খেলা

ঐতিহ্যবাহী মেলায় শতবর্ষী লাঠি খেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি ঢাক-ঢোল বাজিয়ে ঢাকের তালে তালে ঐতিহ্যবাহী এ লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঐতিহ্যবাহী শতবর্ষের এ লাঠি খেলার মেলা দেখতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারি-পুরুষ ভিড় জমায়। মেলার দিন সকাল থেকে ঢাক-ঢোল বাজিয়ে আশেপাশের কয়েক গ্রাম জুড়ে লাঠি খেলোয়াড়রা তাদের খেলা দেখায়।

দেওগ্রামের ৮২ বয়সী বৃদ্ধ সামছদ্দীন মন্ডল বলেন, ছোট বেলায় প্রবীণদের কাছ থেকে এ মেলা বসার গল্প শুনেছি এবং লাঠি খেলা দেখছি। এ মেলা দেখা উপলক্ষে নিজ গ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে মেয়ে-জামায়সহ আত্মীয়-স্বজনরা মেলা বসার আগেই বেড়াতে আসে। ওই মেলায় দেওগ্রামের সামছদ্দিন মিয়া, শহিদুল ইসলাম, আরাম প্রামাণিক, লজামদ্দিন, মমতাজ মন্ডল, সাধিন প্রামাণিক, মতিন এরশাদসহ আরো অনেকে নিয়মিত লাঠি খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকেন।

মেলায় সাংসারিক ও কৃষি কাজে ব্যবহারের জন্য ডালী, কড়পা, খৈই চালা, দা, কুদাল, রকমারি জিনিসপত্রসহ বিভিন্ন মিষ্টান্ন ও প্রসাধনির সামগ্রীর দোকান বসে।

মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিম বলেন, পূর্ব পুরুষরা ঐতিহ্যবাহী এ মেলার বসার আয়োজন করেছিলেন। সেই ঐতিহ্যবাহী বজায় রাখতে নতুন প্রজন্ম এ মেলার আয়োজন করে থাকে। মেলাটি মলত দিনব্যাপী হলেও এর আনন্দ থাকে কয়েক দিন।

সংবাদটি শেয়ার করুন