রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৩

৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৩

গত ২৪ ঘণ্টায় ৭১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে শনিবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭১২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। ঢাকায় ৪৯৯ জন এবং ঢাকার বাইরে ২১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

সারাদেশে সর্বমোট দুই হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি সর্বমোট ১৫ হাজার ২৩৭ জন এবং ঢাকার বাইরে সর্বমোট চার হাজার ৯৯৮ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর মোট ৬৭ জন মারা গেছেন।
গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতবছর মারা যায় ১০৫ জন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দেশে করোনায় আক্রান্ত ডাক্তারসহ ৬৬০ জন নার্স

সংবাদটি শেয়ার করুন