দেশে প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে শারদীয় দুর্গোৎসবের প্রসাদ বিতরণ করেছে মহানগর পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,ঢাকেশ্বরী মন্দির।
জেলার মাহাবুবুল ইসলাম ও জেলের কারা পরিদর্শক সেলিম হোসেনের কাছে বন্দীদের জন্য ঢাকেশ্বরী মন্দিরের মায়ের পক্ষ থেকে আজ মহাঅষ্টমীতে এসব প্রসাদ তুলে দেন সুভাশিষ বিশ্বাস সাধন, এ্যাড শ্যামল রায়, দিপালী চক্রবর্তী ও গীতা বিশ্বাস প্রমুখ।
এ সময় বন্দীদের উপস্থিতিতে গীতা পাঠের মধ্যে দিয়ে জেলের ভিতরে অবস্থিত মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়।
আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী পালিত হচ্ছে। আর এই দিনের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। গতবার করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে রাজধানী ঢাকার কোনো মন্দিরেই এ পূজার আয়োজন হয়নি। তবে এবার ফিরেছে আয়োজনের সেই ঐতিহ্য।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কুমারী পূজার সব আয়োজনের প্রস্তুতি আগেই নেয়া হয় বলে রোববার সন্ধ্যায় জানান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ পূর্ণাত্মা নন্দ মহারাজ।
রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়। সাধারণত রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে প্রতিবছর কুমারী পূজার বড় আয়োজন করা হয়। এবারও আয়োজন তেমনই। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করবেন ভক্তরা। এর মাধ্যমে নারীদের প্রতি সম্মান জানানো হয় বলে জানান ভক্তরা।
মহাঅষ্টমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শেষ হয়। এরপর বিকেল ৪টা ৫ মিনিটে শুরু হয়েছে সন্ধিপূজা, শেষ হবে ৪টা ৫৩ মিনিটে। গতকাল রবিবার মহাসপ্তমীর সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়।
পুরাণ মতে, মহাস্নান শেষে অষ্টমী পূজা করা হয়। মহাঅষ্টমীর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হলো ‘কুমারী পূজা। যেখানে একজন কুমারীকে দেবী দুর্গারূপে আরাধনা করা হয়। যেসব বালিকারা বয়ঃসন্ধিতে পৌঁছায়নি এদিন সকালে তাদের দেবীরূপে পূজা করা হয়। ১৬টি উপকরণ দিয়ে পূজার সূত্রপাত হয়।
শনিবার মহাঅষ্টমীর দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের পূজা। দুর্গাপূজার এ উৎসবে প্রতি বছরই থাকে নানা আয়োজন।
পঞ্জিকা অনুযায়ী, শনিবার মহাঅষ্টমীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহাসপ্তমীবিহিত পূজা, সোমবার মহাঅষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহানবমীবিহিত পূজা এবং বুধবার দশমীবিহিত পূজা সমাপন এবং প্রতিমা বিসর্জন।
রাজধানী ঢাকাসহ সারা দেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপ বেড়েছে ৫০টি। এর মধ্যে ঢাকা মহানগরে ২৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
আনন্দবাজার/কআ