প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা ও যশস্বী সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
রোববার ২ অক্টোবর পিআইবি’র মহাপরিচালক নিজ কার্যালয়ে এক শোকবার্তায় বলেন, তোয়াব খান ছিলেন সম্পাদকের সম্পাদক। তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পিআইবি’র মহাপরিচালক ছিলেন। তাঁর অধীনে সাংবাদিকতা করে অনেকে মহিরুহ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সাংবাদিকতাজগতের ধ্রুবতারা। তিনি নিজেও তাঁর (তোয়াব খান) সঙ্গে সাংবাদিকতা করার অভিব্যক্তি প্রকাশ করেন।
জাফর ওয়াজেদ বলেন, একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ছিলেন। সেসময় ‘পিন্ডির প্রলাপ’ একটি অনুষ্ঠান তাঁর লেখা ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো, যা মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী জনতাকে প্রেরণা দিত।
পিআইবি’র মহাপরিচালক বলেন, তাঁর মৃত্যুতে জাতি হারাল এক প্রতিষ্ঠানসম ব্যক্তিত্বকে। যাঁর শূন্যতা পূরণ করা দুরূহ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সাংবাদিক তোয়াব খান গতকাল শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।