ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

নওগাঁয় মৌমাছির আক্রমণ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মকলেছার রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নওগাঁর মান্দায় বুধবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি শাহিনুর রহমান। নিহত মকলেছার নিখিরাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, একঝাঁক মৌমাছি সুমন ইসলাম(২০)-কে আক্রমণ করলে তাকে বাঁচাতে ছুটে যান বাবা মকলেছার ও দাদি ফাতেমা বেগম।

মৌমাছির আক্রমণে আহত হন মকলেছার রহমানের মা ফাতেমা বেগম (৭০) ও তার ছেলে সুমন ইসলাম (২০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি শাহিনুর বলেন, দুপুরে ছাগলের জন্য বাড়ির পাশের একটি ডুমুর গাছে উঠে পাতা কাটছিলেন সুমন ইসলাম। এক পর্যায়ে অসাবধানতাবশত ওই গাছে থাকা একটি মৌচাক কাটা পড়ে এবং মৌমাছির ঝাঁক সুমনকে আক্রমণ করে।

স্থানীয়দের ভাষ্যমতে, মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এ সময় সুমনকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তার বাবা মকলেছার রহমান ও দাদি ফাতেমা বেগম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন