বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩ অক্টোবরের পর পাওয়া যাবেনা করোনা টিকা!

৩ অক্টোবরের পর পাওয়া যাবেনা করোনা টিকা!

আগামী ৩ অক্টোবর থেকে করোনার টিকার প্রথম ডোজ আর দেয়া যাবেনা বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে ডিজি বলেন, আজ থেকে ওইদিন (৩ অক্টোবর) পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ ক্যাম্পেইন চলছে। আপাতত উপজেলা পর্যায়ে দেয়া না গেলেও ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য জেলাপর্যায়ে দেয়া হবে করোনার টিকা।

ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুতে প্রাথমিক লক্ষ্য ছিল ৬০ থেকে ৭০ শতাংশ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনা। লক্ষ্যমাত্রা অর্জন হলেও এখনও টিকা দওেয়ার সুযোগ পাননি অনেকেই।

অধিদফতরের তথ্য মতে, ৯৭% মানুষ নিয়েছেন করোনার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯০ ভাগ। তবে বুস্টার ডোজ নিয়েছেন ৪১ ভাগ মানুষ।

প্রথম ডোজ না নেয়া ৩ শতাংশ আর দ্বিতীয় দশ শতাংশ মানুষের জন্য নতুন সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেয়া এ বিশেষ ক্যাম্পেইনের পর আর দেয়া হবে না প্রথম ডোজের টিকা।

তবে, ৫ থেকে ১১ বছরের শিশুদের জেলা পর্যায়ে করোনার টিকা দিতে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। প্রায় তিন কোটিরও বেশি টিকা আছে অধিদফতরে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নরসিংদীতে ৮৮ লাখ টাকাসহ ৩ জনকে আটক করলেন শিক্ষার্থীরা

সংবাদটি শেয়ার করুন