ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ দেশের অংশগ্রহণে কার্নিভাল ডিসেম্বরে

১০ দেশের অংশগ্রহণে কার্নিভাল ডিসেম্বরে

বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালেয়শিয়া, সিঙ্গাপুরের অংশগ্রহণে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর রাজধানী ঢাকার মতিঝিলস্থ হোটেল পূর্বানী ইন্টারন্যশনাল লিমিটেডে শুরু হচ্ছে, “ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল”। তিন দিনব্যাপী এই কার্নিভালের আয়োজন করছে ‘ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল সোসাইটি’।

গতকাল রবিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্যা প্রেসে কার্নিভালের চিফ কো-অর্ডিনেটর আতিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল সোসাইটি আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হবে।  এতে ‘এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ’ নামের প্রবাসীদের একটি সংগঠন সহ-আয়োজক হিসেবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান মোকলেছুর রহমান, ফান্ড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুনিরা সুলতানা, স্পন্সরশিপ কমিটির চেয়ারম্যান জান্নাতুল কাদের পিংকি, ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল সোসাইটির অ্যাডিশনাল সেক্রেটারি সাদিয়া জামান খান প্রমুখ।

লিখিত বক্তব্যে আতিকুর রহমান বলেন, দেশের প্রতি ভালোবাসা, দেশ ও জাতির জন্য কিছু করার প্রত্যয়ে প্রোগ্রামটির সহযোগী আয়োজক হিসেবে কাজ করছে এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ।

তিনি বলেন, ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভালের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের মানুষের সাথে কাজ করার নতুন উদ্যোম ও সম্ভবনার আশার প্রতীক খুঁজে পাবে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের বাজার তৈরীতে অবদান রাখবে, অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। কেননা সংগঠনটি ২০২২ সালে তারা ইউএসএ-এর অর্লেন্ডো তে সফলভাবে “ওয়াল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ২০২২”- এর আয়োজন করেছে এবং ২০২৩ সালে নিউইয়র্কে এবং কিং ওয়েস্টে। এছাড়্রা “ওয়াল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ২০২৩” আয়োজন করতে যাচ্ছে তারা।

তিনি জানান, ব্যবসায়ী, সমাজসেবী, যুব সংগঠন, শিল্পী, সাংবাদিকদের ১০১ সদস্যের একটি দল, “ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল” সফল করতে কাজ করছেন।

ইভেন্টের পার্টনার হিসেবে আছে “মিউট কনসরটিয়াম’’, ট্রাভেল পার্টনার “হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লি.‘’ এবং ইয়ুথ পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে রোটারেক্ট এলামনাই অফ বাংলাদেশ।

তিন দিনব্যাপী কার্যক্রমের মধ্যে থাকছে আটটি সেশন, ১. ইয়োথ ফিয়েস্তা (তরুণদের জন্য, তরুণদের নিয়ে), ২. ইন্টারকন্টিনেন্টাল ইভিনিং (প্রবাসী বাংলাদেশী ও বিদেশি নিয়ে সেশন), ৩. বিল্ডিং পাথওয়েস (বিটুবি), ৪.স্টিমড ইন সাকসেস (কর্পরেট এ্যাফেয়ার্স), ৫. ওয়েভ ইয়োর ফ্লাগ (দেশের প্রতিনিধিত্ব), ৬.কালারস অফ লাইফ (সাংস্কৃতিক স্পন্দন), ৭. মেক ইট ট্রু (বিদেশে অধ্যায়ন বিষয়ক), ৮. রিদম অফ ট্রাভেল (ভ্রমণবিষয়ক) ।

প্রতিটি সেশনের স্পিকার হিসেবে থাকছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ভুটান, নেপাল, দুবাই, যুক্তরাষ্ট্রেসহ বিভিন্ন দেশের সফল ব্যক্তিবর্গ। ভারত থেকে ডমেস্টিক ট্যুর অপারেশনস এসোসিয়েশন অফ কাশমিরের প্রেসিডেন্ট মুসতাক রেশি, এক্সিকিউটিভ মেম্বার অফ এককতা- ইশহাক শরিফ, ভি এন এস গ্রুপের সিইও-এনা স্রেস্টা, ট্রাভেল কনসালটেন্ট দুবা – কে জিন তার, যুক্তরাষ্ট্রের ট্রাভেল কনসালটেন্ট এবং ফিনিক্স হলিডেজ আইএনসি ইউএসএ’র জেনারেল ম্যানেজার- কাইজা কেজাং ডেমা, ফর্মাল চ্যায়ারপারসন ইউনিসেফ গ্লোবাল স্টাফ এসোসিয়েশন নিউইয়র্ক এবং ফেডারেশন অফ এসোসিয়েশন অফ ইন্টারকন্টিনেন্টাল সিভিল সার্ভেন্ট জেনেভা সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট -জনাব এ.কে. মাসুদ, শ্রীলঙ্কা থেকে ম্যাক্রোপলো এভিয়েশন।

“ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল”- এর  প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন,  বাংলাদেশ সরকারের সাবেক সচিব সামসুর রহমান।

কার্নিভালে ভ্রমণ পিপাসুদের সাথে সাথে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যারা পড়তে যেতে উৎসুক তাদের জন্য এক ছাদের নিচে সব সার্টিফাইড এজেন্সিগুলো খুঁজে পাওয়ার প্লাটফর্ম, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষার্থী, অভিভাবক, চাকুরি প্রত্যাশি, নানা শ্রেণী-পেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হবে৷ থাকছে বিভিন্ন ধরনের পুরষ্কার ও সম্মাননা সার্টিফিকেট।

সংবাদটি শেয়ার করুন