ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

চট্টগ্রামে পূর্ব নাছিরাবাদ এলাকায় ১৫ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উদ্ধার করা জায়গার মূল্যমান প্রায় ১০ কোটি টাকা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। ফারুক বলেন, পূর্ব নাছিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ শতক জমি উদ্ধার করা হয়েছে। আপিল বোর্ডে এই জমি নিয়ে ভূমি মামলা ছিল।

সরকারের পক্ষে এ বছরের ২০ জুন আদালত রায় দেন। রায়ের পরও দখলদাররা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সরকারি জমি দখল নিয়ে সেখানে সরকারি সম্পত্তি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। একইসাথে অবৈধ নির্মাণ সামগ্রীগুলো আজকের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

সরকারি খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি। মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার ও ভূমিদস্যুদের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধারের জন্যে এসি ল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন