ঢাকঢোল পিটিয়ে এক উৎসবমুখর পরিবেশে বগুড়া গাবতলীর তরণীহাটে ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উচ্ছ্াস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ উপভোগ করেছেন দূর-দূরান্ত থকে আসা লাখো মানুষ।
ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা। ইছামতি নদীর দুই পাশে নানান বয়সের লোক দিয়ে কানায় কানায় ভরে গেছে। বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে ১৮ সেপ্টেম্বর রোববার বিকেলে লাখো মানুষের পদচারণায় এ দর্শনীয় নৌকা বাইচ খেলা। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বিশিষ্ট সমাজসেবক নারী উদ্দোক্তা জোবাইদা আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় প্রথম সততা নৌকার দলনেতাকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও ১০ হাজার টাকা তুলে দেন। রানার আপ দল আল্লাহ ভরসা নৌকার দলনেতাকে পুরস্কার হিসেবে একটি বকনা গরু ও ৭ হাজার ৫০০ টাকা, ৩য় নয়নের মনি ও ৪র্থ স্থান একতা সোনাকানিয়া গাবতলী দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়।