প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রকাশিত বই উপহার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নিকট হস্তান্তর করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় জাফর ওয়াজেদ বলেন,ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীকে সমৃদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু, বাংলাদেশের অভ্যূদয় ও সাংবাদিকতা সংশ্লিষ্ট ৫৬ (ছাপ্পান্ন) কপি বিভিন্ন ধরনের বই ও গবেষণা সমৃদ্ধ বই দেওয়া হলো।
পর্যায়ক্রমে এই লাইব্রেরীকে আরো বই উপহার হিসেবে দেওয়া হবে বলে জানান পিআইবির মহাপরিচালক।
বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রকশনা বিভাগের সহকারী সম্পাদক দুলাল কৃষ্ণ আচার্য,সহকারী প্রশিক্ষক জিলহাজ্ব ভূঁইয়া নিপুন,প্রতিবেদক এম.এম.নাজমুল হাসান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতাকর্মী।