ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ- ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ়তর হবে : দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ফলপ্রসু হয়েছে। অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে, দু’দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রেও চুক্তি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার স্থির বিশ্বাস।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার। তিনি উল্লেখ করেন, যে কোভিড-১৯ সময়কালেও দুই দেশের মধ্যে সহযোগিতা বেশি ছিল। তিনি বলেন, শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ প্রস্তুত এবং এটি উভয় সরকারের সিদ্ধান্তে শিগগিরই মুক্তি পাবে।

এ সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায় থাকাকালীন বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এটি একটি অত্যন্ত সফল সফর। সফরের ফলাফল সম্পর্কে ড. মাহমুদ উল্লেখ করেন, কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি সফরের একটি গুরুত্বপূর্ণ অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাণিজ্য ও কানেক্টিভিটি সংক্রান্ত আলোচনা ও চুক্তির কথা বলতে গিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ভারতীয় বন্দর ব্যবহার করে অন্যান্য দেশে পণ্য রপ্তানি করতে পারে।

উল্লেখ্য, হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করতে শীঘ্রই ঢাকা ত্যাগ করবেন। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতের সিনিয়র ফরেন সার্ভিস অফিসার প্রণয় কুমার ভার্মা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন