বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আনন্দবাজারে সংবাদ প্রকাশের পর

ফরম পূরণের টাকা ফেরত দিলেন অধ্যক্ষ

ফরম পূরণের টাকা ফেরত দিলেন অধ্যক্ষ

শিক্ষার্থীদের ফরম পুরণের টাকা ফেরত দিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শামছুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের এ ফি ফেরত দেন তিনি। গত ৬ সেপ্টেম্বর জাতীয় দৈনিক আনন্দবাজারে ‘বোর্ড ফি মওকুফ, টাকা ফেরত পায়নি শিক্ষার্থীরা’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নোটিশ দেন কলেজের অধ্যক্ষ। নোটিশে বলা হয় তৃতীয়বারের মত আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরত নেয়ার জন্য অনুরোধ করা হল।

নোটিশের বিষয় জানতে চাইলে কলেজের শিক্ষার্থী সুমন রায়, বিকাশ রায় ও নারায়ন রায় বলেন, বারবার ধর্ণা দিয়েও ফরম পূরণের টাকা ফেরত পাইনি। কিন্তু নোটিশে তৃতীয়বারের মতো বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।

টাকা ফেরত পেয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, সংবাদ প্রকাশের কারণে আমাদের ফরম পূরণের সেই টাকা ফেরত পাচ্ছি। তবে এর মধ্যেও কম পাচ্ছি।

এ বিষয় শামছুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের টাকা গ্রহণ করার জন্য নোটিশ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘বিশ্বব্যাংকের পূর্বাভাস সামঞ্জস্যহীন’

সংবাদটি শেয়ার করুন