ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবৃদ্ধির জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা: বিজিএমইএ

প্রবৃদ্ধির জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা: বিজিএমইএ

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের চলমান রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মেড ইন বাংলাদেশ উইক’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিরি বলেন, আশা করি সবার চেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল থাকবে, পরিস্থিতি সংঘাতের দিকে যাবে না।

এ সময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, ২০২৫ সালের মধ্যে পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা বিদ্যমান ৬ দশমিক ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হবে। ভারত কর্তৃক বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রানজিট বাংলাদেশের পেশাক রপ্তানি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তুলার দাম বাড়ার কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম পাওয়া গেছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমানে তুলার দাম কিছুটা কমছে। এখন আমাদের কেউ কেউ মূল্য কমানোর দিকে যাচ্ছি।’ এটি যাতে কেউ না করে, রপ্তানিকারকদের প্রতি সে আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ অন্যান্য সিনিয়র নেতারা।

সংবাদটি শেয়ার করুন