‘স্বাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতীপ্রাপ্ত) তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট শাইখা সুলতানা, এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, এমকেডিবিএম এর নির্বাহী পরিচালক ফারজানা আরফিন, এসো গড়ি সোনার বাংলার নির্বাহী পরিচালক আজমেরী সুলতানা। ৮ থেকে ১৪ বছরের ঝড়ে পড়া শিক্ষার্থীদের দ্বিতীয়বার শিক্ষা গ্রহনের সুযোগ দিতে জয়পুরহাটে ৩৫০ টি শিখন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে শিক্ষার্থী রয়েছে সাড়ে ১০ হাজার।