ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জালনোটসহ আটক ৪

জালনোটসহ আটক ৪

সিরাজগঞ্জ এনায়েতপুরে ৭০ হাজার টাকার জালনোটসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানাধীন এনায়েতপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- গাজীপুর জেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে নাজির (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামচুল হকের ছেলে মাসুদ (২৮)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। এরমধ্যে ৫৫টি ১ হাজার টাকা ও ৩০টি ৫শ টাকার নোট ছিল। নোটগুলো মেশিন দিয়ে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজুর করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন