ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঠের বিশ্বকাপ

কাঠের বিশ্বকাপ

ইতোমধ্যে আলোচনায় এসেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। সারাবিশ্বের মত বাংলাদেশী ফুটবল ভক্তরাও নানামুখী প্রস্তুতি ও উদ্দীপনা নিয়ে আছেন। বিভিন্ন ফুটবল টিমের সমর্থকরা পতাকা, জার্সি, স্টিকার, লগো, খেলোয়ারদের ছবিসহ বিভিন্ন আয়োজন করেন বিশ্বকাপকে ঘিরে। বগুড়ার এক ফুটবল প্রেমিক চাঞ্জল্য সৃষ্টি করতে চলেছেন এবারের বিশ্বকাপকে ঘিরে।

শিবগঞ্জ পৌর এলাকার চকভোলাকা গ্রামের আনিছার রহমানের ছেলে মাইনুর রহমান বিশ্বকাপে আর্জেন্টিনা টিমের খেলোয়ার মেসির ভক্ত। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রী। নিজ পেশাকে কাজে লাগিয়ে এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের আশায় বানিয়েছেন কাঠের একটি কাপ। ৩ কেজি ১০০ গ্রাম ওজনের কাপটিতে সুন্দর কারুকার্য ও মেসির ছবি যুক্ত থাকায় অনেকেই তা দেখার জন্য ভীড় করছে মাইনুরের বাড়িতে। বিশ্বকাপ শুরুর এখনও বেশ বাঁকি থাকলেও কাঠের কাপ বানিয়ে ধীরে ধীরে আলোচনায় আসছেন মাইনুর রহমান।

মাইনুর রহমান বলেন, ‘কাতার বিশ্বকাপ মেসির হাতে উঠবে, এমন স্বপ্ন নিয়ে আমি কাপটি দীর্ঘ ২ মাস যাবৎ তৈরী করেছি। আমি আশা করি আমার প্রিয় দল আর্জেটিনা এবছর জয়লাভ করবে এবং আমার প্রিয় খেলোয়ার মেসির হাতেই ওঠবে এবারের বিশ্বকাপ।’

শুধুমাত্র মেসির প্রতি ভালোবাসা থেকেই মাইনুর বানিয়েছেন কাঠের এই কাপ। বিশ্বকাপ শুরু আগেই তার এমন ব্যতিক্রম উদ্যোগে অনেকে সাদুবাদ জানাচ্ছেন তাকে। তার সাথে ছবি তুলে অনেকেই ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিবগঞ্জ এলাকার সাজু মিয়া বলেন, মাইনুরের বাড়িতে অনেকেই ভীর করছেন কাপটি দেখার জন্য। আমি নিজেও দেখেছি। একজন কাঠমিস্ত্রী হয়েও তার এমন ব্যতিক্রমী উৎসাহে আমরা অবাক হয়েছি।

ফুটবল বিশ্বকাপে বিশ্বজুড়ে উদ্দীপনা থাকে। সরাসরি মাঠের গ্যালারীতে যেতে না পারলেও উদ্যাপন করে নিজ দেশেই। বিশেষত বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, ইটালি ও জার্মানি ভক্তরা বিভিন্ন আমেজে ফুটবল বিশ্বকাপ উপভোগ করে। টেলিভিশনে প্রিয় দলের খেলা দেখে তাদের বাসা বাড়িতে পতাকা উড়নো ও জার্সি পড়ে ঘোরাঘুরি করতে বেশি চোখে পড়ে। শিবগঞ্জের মাইনুর রহমানের মত ব্যতিক্রমী উদ্যোগ তেমন চোখে পড়ে না। অনেকে ধারণা করছেন, এবারের ফুটবল বিশ্বকাপে মাইনুরের তৈরী এই কাপ বেশ আলোচিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন