ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে শীতজনিত রোগে আক্রান্ত ৪১৯৬

সারা দেশেই বাড়ছে শীতের তীব্রতা এর সাথে সাথে বাড়ছে শীতজনিত নানান রোগ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে শীতজনিত রোগে ৪ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যানুযায়ী, ৬৬৮ জন রোগী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা নিয়েছেন।

সেই সাথে এক হাজার ৬৩৯ জন ডায়রিয়া এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরের মতো অন্যান্য রোগ নিয়ে এক হাজার ৮৮৯ জন হাসপাতালে এসেছেন।

১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশব্যাপী শীতজনিত রোগের কারণে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি মারা গেছেন খাগড়াছড়ি ও পঞ্চগড়ে (১০ জন)। খাগড়াছড়ির সবাই মারা গেছেন তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে, আর পঞ্চগড়ের মৃত্যুগুলো হয়েছে অন্যান্য রোগে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে বলে জেলা হাসপাতালগুলো থেকে তথ্য আসছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন